জয়পুরহাট পাঁচবিবি উপজেলায় এক ব্যক্তির মরাদেহ উদ্ধার করেছে পুলিশ
মোঃ জাহিদূল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবি পৌর শহরের ৮ নং ওয়ার্ডের সিনেমা হলের দক্ষিণ পাশে কলাবাগান থেকে রবিউল (৫৫) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে ৫বিবি থানা পুলিশ,
সোমবার সকালে ৫ বিবি থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে,
মৃত রবিউল ইসলাম পাঁচবিবি সিনেমা হলের পিছনে দীর্ঘ কয়েক বছর যাবত ভাড়া বাসায় থাকতেন,
তিনি পোনা মাছের ব্যবসা করতেন বলে আশেপাশের লোকজন জানিয়েছেন,
রবিউল ইসলাম বেশ কয়েক বছর হল পাঁচবিবিতে দ্বিতীয় বিয়ে করে ঘর সংসার করতেন,
কিছুদিন হলো দ্বিতীয় স্ত্রীর সাথে তাহার আপসের মাধ্যমে তালাক হয়ে যায় এবং দ্বিতীয় স্ত্রী সিরাজগঞ্জ চলে যান,
ষে বাসায় ভাড়া থাকতেন তাদের আশেপাশের লোকজনের সাথে কথা হলে তাহারা জানান রবিউল ৪-৫ দিন আগে থেকে নিখোঁজ হন এবং ফোনটা বন্ধ পাওয়া যায় বলে জানান, তিনি বর্তমানে একাই ওই ভাড়া বাসায় থাকতেন, তার গ্রামের বাড়ি সান্তাহার আদমদীঘি উপজেলায় বলে জানা গেছে,
নিখোঁজের ৪/৫ দিন পর আজ সোমবার সকালে পাঁচবিবি রূপালী সিনেমা হলের দক্ষিণ পাশের কলাবাগান থেকে তাহার মৃতদেহ উদ্ধার করে পাঁচবিবি থানা পুলিশ।
এ বিষয়ে ৫বিবি থানার সেকেন্ড অফিসার সুশান্ত বাবুর সাথে কথা হলে তিনি জানান, মরা দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।