জানাজার নামাজে মারাত্মক একটি সামাজিক ব্যাধি
সাংবাদিক মোঃ শাহিন মিয়া
গাজীপুর জেলা প্রতিনিধি
দৈনিক মানবাধিকার প্রতিদিন
“মারাত্মক একটি সামাজিক ব্যাধী”
বর্তমানে জানাযার নামাজের পূর্বে বক্তৃতা দেওয়া সামাজিক প্রচলন হয়ে গেছে। সমাজের নেতৃত্ব স্থানীয় লোকজনের কারণে আলেমগণ কুরআন হাদিসের আলোকে সংক্ষিপ্ত উপদেশ মূলক কথা বলার সুযোগই পায়না। জানাযায় উপস্থিত ৯৫% মানুষ নামাজের নিয়ম কিংবা দোয়া গুলো পড়তেই জানেন না। জানাযার নামাজগুলো এখন বক্তৃতার মঞ্চে পরিণত হয়েছে। অথচ ইসলামিক দৃষ্টিকোন থেকে জানাযার নামাজের পূর্বে বক্তৃতা লম্বা করা সম্পূর্ণ নিষিদ্ধ। অনেক সময় অনর্থক আলোচনা করার কারণে মৃত ব্যক্তির শাস্তির সম্ভাবনা রয়েছে। বক্তৃতার কারণে উপস্থিত মুসুল্লি অনেক সময় বিরক্ত হয়ে চলে যেতে উদ্ভুদ্ধ হন কিন্তু লোক লজ্জায় চলে যেতে পারেন না। আলেম ওলামা ছাড়া জানাযার নামাজের পূর্বে কোন ব্যক্তির বক্তৃতা দেওয়া সম্পূর্ণ অপছন্দনীয় কাজ তবে মৃত ব্যক্তির ওয়ারিশ থেকে সর্বোচ্চ একজন কথা বলতে পারেন। জানাযার সময় লাশ উপস্থিত রেখে কথা না বলাই ভালো এতে মৃত ব্যক্তির শাস্তি কম হয়। যারা বক্তৃতা দেন তারা ঠিক মত নামাজের বিধানগুলো সঠিক ভাবে বলতে পারবেনা। নামাজ রোজার খবর নেই বক্তৃতা দেওয়ার জন্য অপেক্ষায় থাকে। সামাজিক এই নিন্দিত প্রথা থেকে সকলকে বের হয়ে আসতে হবে। মনে রাখবেন আপনার বক্তৃতা যদি মৃত ব্যক্তির শাস্তির কারণ হয় তাহলে পরকালে এর দায় আপনারই কাঁধে তুলে ধরা হবে। জানাযায় প্রচার বন্ধ করুন নয়তো ভবিষ্যতে আমাদের জন্য ভয়ানক পরিস্থিতি অপেক্ষা করছে। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন।