জামালপুর জেলা ডেকোরেটর
মালিক সমিতির পরামর্শ সভা কমিটি গঠন
শরিফ মিয়া জামালপুর
” নিরাপদ পরিছন্নতা প্রতিশ্রুতি গ্রাহক মানুষের সেবা আমাদের মূল লক্ষ্য ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জামালপুর জেলা ডেকোরেটর মালিক সমিতি পরামর্শ সভা ও কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার রাতে হজরত আলী মার্কেটে এ পরামর্শ সভা ও কমিটি গঠন করা হয়।
নুরে নুর লাইটিং এন্ড ডেকোরেটরের মালিক জিলহজ্ব আলী নাদুর সভাপতিত্বে ও নরুন্দি হাজী ডেকোরেটরের মালিক আলহাজ্ব মো. মোস্তফা কামালের সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌরসভার প্যানেল মেয়র স্বপ্না আক্তার লিপি, সংগঠনের সদস্য ডেকোরেটর মালিক নয়ন মিয়া, মেহেদি হাসানসহ বিভিন্ন ডেকোরেটরের মালিকগন ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।
বক্তারা বলেন, সংগঠন ছাড়া কেউ এগিয়ে যেতে পারেনা। আমরা ডেকোরেটর মালিকরা সংগঠন না থাকায় অনেক কিছু থেকেই আজ বঞ্চিত হয়। তাই সংগঠন করার কোন বিকল্প নেই।
এতে করে ডেকোরেটর মালিক ও শ্রমিকদের পরস্পর সম্পর্ক আরো বাড়বে।
আলোচনা শেষে নুরে নুর লাইটিং এন্ড ডেকোরেটরের মালিক জিলহজ্ব আলী নাদুকে সভাপতি ও নরুন্দি হাজী ডেকোরেটরের মালিক আলহাজ্ব মো. মোস্তফা কামালকে সাধারণ সম্পাদক করে জামালপুর জেলা ডেকোরেটর মালিক সমিতি কমিটি গঠন করা হয়।