ঢাকাThursday , 11 January 2024
  1. অনুষ্ঠান
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন ও বিচার
  6. আন্তর্জাতিক
  7. আহত
  8. ইসলাম
  9. উদ্বোধন
  10. কমিটি গঠন
  11. কৃষি বার্তা
  12. খেলাধুলা
  13. চাকরি
  14. জরিমানা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহের ক্রিকেটকে এগিয়ে নিতে কাজ করছে মিনা স্মৃতি ক্রিকেট একাডেমি

Link Copied!

ঝিনাইদহের ক্রিকেটকে এগিয়ে নিতে কাজ করছে মিনা স্মৃতি ক্রিকেট একাডেমি

ঝিনাইদহ(প্রতিনিধি ) আব্দুল্লাহ আল মামুন।

ছোটবেলা থেকেই ক্রিকেট খেলোয়ার হওয়ার স্বপ্ন দেখে মোঃ সৈকত হোসেন, ২৯ বছর বয়সী এই যুবক জন্মগ্রহণ করেন ১৪ নং ঘোড়শাল ইউনিয়নের ঘোড়শাল গ্রামে কৃষক পরিবারে। এলাকায় তাকে ক্রিকেটের ফেরিওয়ালা বলে চিনেন। এক ঝাঁক তরুণ ক্রিকেটারের দায়িত্ব নিয়েছেন এবং ক্রিকেটকে এগিয়ে নিতে সৃষ্টি করেছেন, মিনা স্মৃতি ক্রিকেটে একাডেমি। ক্রিকেটের স্বার্থকে বড় করে দেখে পরিবারের অভাব অনটন কে পিছনে ফেলে কাজ করে যাচ্ছেন এই যুবক। মোঃ সৈকত হোসেন কোচ নামটি এলাকায় খুবই পরিচিত। মেধা ও যোগ্যতা সম্পূর্ণ সাবেক খেলোয়ার ডান হাঁটুর ইনজুরির কারণে খেলোয়ার হিসেবে বেশিদূর যেতে পারিনি তবে খেলোয়ার হিসেবে নয় কোচ হিসেবে বেশ সুনাম কুড়িয়েছেন এই যুবক দায়িত্ব নিয়েছেন অনেক বড় বড় টিমের এর মধ্যে উল্লেখযোগ্য হল
সাবেক অনুদ্ধ-১৪ ঝিনাইদহ জেলা দলের কোচ।
ওয়্যারিয়রস অব বাংলাদেশ টিমের কোচ।
পিকেসিএসবিডির সিলেক্টর।
মিনা স্মৃতি ক্রিকেট একাডেমীর পরিচালক ও হেড কোচ।সার্টিফিাইড কোচ,বিকেএসপি।ব্যাচ এর সার্টিফাইড কোচ। টেলেন্ট টেন ক্রিকেট ফেডারেশন অব ইন্ডিয়ার কোচ। এত অর্জনের পরেও তাকে অনেক কষ্টে দিন যাপন করতে হচ্ছে, পাইনি ক্রীড়াঙ্গনের কোন সহযোগিতা, সরকারি কোন সহযোগিতা। নিজের বাবার জমি বিক্রয় করে, নিজে পরিশ্রম করে যা আয় করেছে তাই ব্যয় করেছে এই ক্রিকেট অঙ্গনে স্বপ্ন ঝিনেদার ক্রিকেট সারা বিশ্বের বুকে সুনাম কুড়াবে তারে ধারাবাহিকতায়, দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন মিনা স্মৃতি ক্রিকেট একাডেমীকে নিয়ে, এই একাডেমির শিক্ষার্থীরা বিকেএসপি সহ বিভিন্ন বড় বড় একাডেমিতে তাদের যোগ্যতা প্রমাণ দিয়েছে,
জনাব সৈকত হোসেন এর কাছে এ সম্পর্কে জানতে চাইলে তিনি জানান ছোটবেলা থেকে আমার ক্রিকেট খেলোয়ার হওয়ার খুব স্বপ্ন ছিল আর্থিক অনটন ও পায়ের ইনজুরির জন্য সে স্বপ্ন পূরণ হয়নি তবে আমি হাল ছেড়ে দিইনি, হইতে পারিনি তবে কোচ হয়ে কাজ করে যাচ্ছি, বাংলাদেশ ক্রিকেট অঙ্গনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আমার একাডেমি ঝিনাইদহ জেলার ভিতরে অন্যতম একটি প্রতিষ্ঠান যেখানে অনেক তরুণ-তরুণীরা নিয়মিত অনুশীলন করে যাচ্ছে আগামী দিনের জন্য। আশা করি আমার স্বপ্ন আমার স্টুডেন্ট এর ভিতর দিয়েই পূরণ হবে, তবে এলাকার সুশীল সমাজ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা যদি আমার একাডেমীর দিকে সু দৃষ্টি দেয়, তবে এদেরকে নিয়ে অনেক দূর এগিয়ে যাওয়া সম্ভব। ঝিনাইদহ ক্রিকেট খেলোয়াররা বাংলাদেশ টিমের হয়ে সারা বিশ্বে সুনাম অর্জন করবে। তাই আসুন আমার সাথে ঝিনেদার ক্রিকেট উন্নয়ন করি, তরুণ প্রতিভাবানদের পাশে দাঁড়াই।

Design & Developed by: BD IT HOST