ঢাকাFriday , 7 June 2024
  1. অগ্নিকান্ড
  2. অনুষ্ঠান
  3. অপরাধ
  4. অবৈধ বালু উত্তোলন
  5. অভিনন্দন
  6. অভিযোগ
  7. অর্থনীতি
  8. আইন ও বিচার
  9. আওয়ামী লীগ
  10. আওয়ামী লীগে
  11. আক্রান্ত
  12. আটক
  13. আত্মহত্যা
  14. আদালত
  15. আনন্দ মিছিল
আজকের সর্বশেষ সবখবর

টেকনাফে অটোরিকশার ধাক্কায় পথচারী নিহত

Link Copied!

সৈয়দ আলম. টেকনাফ প্রতিনিধি :

কক্সবাজারের টেকনাফে রাস্তা পার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় পথচারী এক বৃদ্ধ নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৬ জুন) বিকেল সাড়ে ৫ টায় শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের (কক্সবাজার-টেকনাফ সড়ক) টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মিনাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ বিষয়টি নিশ্চিত করেছেন হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ আব্দুল কাইয়ুম চৌধুরী।

নিহত মো. ছফর আলী (৭০) টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী এলাকার মৃত সিদ্দিক আহমেদের ছেলে।

স্থানীয়দের বরাতে আব্দুল কাইয়ুম বলেন, বিকেলে টেকনাফ উপজেলার মিনাবাজার স্টেশনে ছফর আলী রাস্তা পার হচ্ছিলেন। এসময় কক্সবাজারমুখী একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে তিনি আঘাতপ্রাপ্ত হয়ে রাস্তার ওপর পড়ে যান।

পরে স্থানীয়রা ছফর আলীকে উদ্ধার করে চাকমারকূল রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন একটি ক্লিনিকে নিয়ে যান। এসময় হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই অটোরিকশাসহ চালক পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি বলে জানান হাইওয়ে পুলিশের এ পরিদর্শক।
আব্দুল কাইয়ুম জানান, মরদেহ স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন ।