ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ” বাংলাদেশ প্রেস ক্লাব “এর উপজেলা শাখা কমিটির অনুমোদন
আব্দুল কাদের বালিয়াডাঙ্গী উপজেলা প্রতিনিধি
দেশব্যাপী সর্বস্থরের সাংবাদিকদের সংঘবদ্ধ করে অধিকার ও মর্যাদা আদায়ের লক্ষে বাংলাদেশ প্রেসক্লাব ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা শাখা ও আহবায়ক কমিটি অনুমোদন প্রদান করেন বাংলাদেশ প্রেস ক্লাব কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান।
২৬ মে রোজ শুক্রবার জাতীয় দৈনিক মানব কন্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ আব্দুর রাজ্জাক কে আহবায়ক ও দৈনিক আমাদের খবর বালিয়াডাঙ্গী উপজেলার নিজস্ব সংবাদদাতা মোঃ নাসিমুল হক (স্বপন) কে যুগ্ম আহবায়ক এবং সাপ্তাহিক ক্রাইম পেট্রোল বিডি উপজেলা প্রতিনিধি মোঃ জয়নাল আবেদীন কে সদস্য সচিব করে ছয়( ০৬) সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন প্রদান করেন।
এ কমিটিতে অন্যান্যদের মধ্যে রয়েছেন, মোছাঃ রিম্পা আক্তার (সাপ্তাহিক জনতার দলিল),মোঃআবু সালেক (দৈনিক দেশ সেবা), মোঃ আবু সুফিয়ান (ক্রাইম পেট্রোল)।
গত ১৫ মে বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান জাতীয় দৈনিক মানব কন্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ আব্দুর রাজ্জাক কে, বালিয়াডাঙ্গী উপজেলা শাখা, ঠাকুরগাঁও এর উদ্যোক্তা ও আহবায়ক হিসেবে মনোনয়ন প্রদান করে কমিটি গঠন করার নিদের্শ দেন।