ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে হোটেল মালিক কে ১০,০০০/= টাকা জরিমান ও তারই ছেলেকে ১মাসের জেল

আব্দুল কাদের বালিয়াডাঙ্গী উপজেলা প্রতিনিধি

৪জুলাই রোজ মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার হোটেল মালিক মিজানুর রহমান কে ১০,০০০/-টাকা জরিমানা করেছেন এবং একই অপরাধে হোটেল মালিকের ছেলেকে ১মাসের জেল দিয়েছেন।

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন ও ড্রেনে ময়লা ফেলার অভিযোগে বালিয়াডাঙ্গীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন এ্যাসিল্যান্ড ফাতেহা তুজ জোহরা।

সেই সময় উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা Uno মহাদয় বিপুল কুমার রায়।

১০ হাজার টাকা জরিমানা ও ১ মাসের জেল দিলে এই বিষয়ে
বাজারের দোকানদাররা ও এলাকাবাসী জানান, এই রায় আমাদের মত ছোট দোকানদারদের জন্য অনেক বড় রায় এটা। ক্ষিপ্ত হয়ে দোকান মালিক গন বলেন আমারা সাধারণ দোকান, আমরা কতটা কষ্টে জীবন যাপন করছি তা বলার বাইরে। একজন সাধারণ চা দোকানদারের পক্ষে এতো বড় রায় হলে আমারা কোথায় যাবো। কি করবো।

উক্ত হোটেল মালিকের মিজানুর রহমান বউ অভিযোগ করে বলেন আমার স্বামী ও ছেলের সাথে অন্যায় করা হয়েছে। এই রায় আমাকে পথে বসাবে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *