ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলের ধান-চাল ব্যবসায়ী নিখোঁজ

আব্দুল কাদের বালিয়াডাঙ্গী উপজেলা প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ ভবানন্দনপুর গ্রামের ধান-চাল ব্যবসায়ী মেরাজ (১৯) নিখোঁজের একদিন পেরিয়ে গেলেও তার কোন সন্ধান না পাওয়ায় পরিবারের লোকজন ভেঙ্গে পড়েছে।
জানা গেছে, রাণীশংকৈল উপজেলার নেকমরদ ভবানন্দনপুর গ্রামের আলী হোসেনের ছেলে ও ধান-চাল ব্যবসায়ী মেরাজ গত রবিবার (২১মে/২৩) বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় বাজারে ধান কিনতে গিয়ে নিখোঁজ হয়। পরে সন্ধ্যা ৭ টায় মেরাজের মুঠোফোন বন্ধ পেয়ে তার পরিবারের লোকজন বিভিন্ন জায়গার আত্মীয় স্বজনদের বাড়ীতে তার সন্ধানে খুঁজতে থাকলে তার কোন সন্ধান না পেয়ে পরদিন সোমবার ২২ মে সকালে তার পরিবারের পক্ষ থেকে এব্যাপারে রুহিয়া থানায় নিখোঁজের ঘটনায় সাধারণ ডায়েরি করে। যাহার রুহিয়া থানার সাধারণ ডাইরী নম্বর ৮৫৯।
নিখোঁজের সন্ধানে তার পরিবারের লোকজন তাদের আত্মীয় স্বজনের বাড়ীসহ অনেক জায়গায় তাঁকে খোঁজা খুজি করেও এযাবত তার কোন সন্ধান না পাওয়ায় মেরাজের পরিবারের লোকজন ভেঙ্গে পড়েছেন। যদি কেউ মেরাজের সন্ধান পেয়ে থাকেন তাহলে নিকটস্থ থানা পুলিশকে জানানোর জন্য তার বাবা আলী হোসেন অনুরোধ জানিয়েছেন।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *