ঠাকুরগাঁও জেলায় ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
।।মোঃ আঃ সবুর কাদেরী (দুলাল) সিনিয়র স্টাফ রিপোর্টার।।
ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ২ নং আমগাঁও ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে নৌকা মার্কার প্রার্থী শ্রীঃ উমাকান্ত ভৌমিক (মাস্টার) কে
বিজয়ের লক্ষ্যে আমগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এক বর্ধিত সভা অনুষ্টিত হয়।
গত ১৭ জুন ২০২৩ বিকাল পাঁচটায় যাদুরানী উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী বর্ধিত সভায় উপস্থিত ছিলেন হরিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা মোঃ জিয়াউল হাসান মুকুল,হরিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাজপথ কাপানো বর্ষিয়ান নেতা মোঃ এস এম আলমগীর,হরিপুর উপজেলার সর্বস্তরের প্রান প্রিয় জননেতা হরিপুর উপজেলা ভাইস চেয়ারম্যান ও হরিপুর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ আব্দুল কাইয়ুম পুস্প,
ঠাকুরগাঁও জেলা পরিষদের সন্মানিত সদস্য মোঃ আনিসুজ্জামান শান্ত,হরিপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ আব্দুল জলিল, হরিপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট শ্রীঃ দেবদাস ভৌমিক,হরিপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোঃ মনোয়ারুল ইসলাম রিপন ও আমগাঁও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক উদীয়মান তরুন নেতা মোঃ তৌহিদুল ইসলাম তৌহিদ প্রমূখ।
সভায় সভাপতিত্ব করেন আমগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ২ নং আমগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী শ্রীঃ উমাকান্ত ভৌমিক (মাস্টার)।
নেতৃবৃন্দ নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে দেশকে আরো একধাপ নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় স্থানীয় সাংবাদিক সহ আপামর জনতা উপস্থিত ছিলেন।