ঠাকুরগাঁও জেলায় বিএনপির এক দফা দাবি আদায়ের লক্ষ্যে বর্ধিত সভা অনুষ্ঠিত
।।মোঃ আব্দুস সবুর কাদেরী( দুলাল) স্টাফ রিপোর্টার।।
ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার বকুয়া দাখিল মাদ্রাসা মাঠে আজ বিকাল ৩ ঘটিকায় বাংলাদেশ জাতীয়তা বাদী দল ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ৩ নং বকুয়া ইউনিয়ন শাখার উদ্যোগে এক দফা দাবি আদায়ের লক্ষ্যে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভার সভাপতি ও ৩ নং বকুয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ নুরুল ইসলাম, প্রধান অতিথি মোঃ জামাল উদ্দিন (উপাধ্যক্ষ) ভারপ্রাপ্ত সভাপতি হরিপুর উপজেলা শাখা,গেস্ট অফ অনার আলহাজ্ব মোঃ আবু তাহের সাধারণ সম্পাদক হরিপুর উপজেলা ও সাবেক হরিপুর উপজেলা ভাইস চেয়ারম্যান,বিশেষ অতিথি অ্যাডভোকেট মোঃ আশরাফুল হাসান সহ আইন বিষয়ক সম্পাদক ঠাকুরগাঁও জেলা শাখা,অ্যাডভোকেট মোঃ ইব্রাহিম সাংগঠনিক সম্পাদক হরিপুর,মোঃ সফিকুল ইসলাম সাংগঠনিক সম্পাদক হরিপুর,মোঃ আবুল কাশেম বর্ষা ও সাবেক ৩ নং বকুয়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য, অনুষ্ঠানটি সার্বিক সঞ্চালনা করেন হরিপুর উপজেলার ৩ নং বকুয়া ইউনিয়নের বিএনপি’র সাধারণ সম্পাদক বিএনপির দুর্দিনের ত্যাগী ও একনিষ্ঠ নেতা মোঃ তৌহিদুল ইসলাম তুষার।
এতে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।