ঠাকুরগায়ের হরিপুরে আওয়ামী যুবলীগের সদস্য নবায়ন,সদস্য সংগ্রহ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
।।মোঃ আব্দুস সবুর কাদেরী (দুলাল) স্টাফ রিপোর্টার।।
ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় আওয়ামীলীগ যুবলীগের সদস্য সংগ্রহ,সদস্য নবায়ন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গত ২৯ সেপ্টেম্বর ২০২৩ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা অনুষ্ঠিত লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোঃ মাজহারুল ইসলাম সুজন,হরিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ জিয়াউল হাসান মুকুল, হরিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আলমগীর,হরিপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হরিপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল কাইয়ুম পুষ্প,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ঠাকুরগাঁও জেলা পরিষদের মহিলা সদস্য সাবিনা ইয়াসমিন রিপা, সভাপতিত্ব করেন নজরুল ইসলাম বাবু, সঞ্চালক সাধারণ সম্পাদক আমজাদ আলী,উপজেলার ৬ ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অঙ্গসহযোগী সদস্যবৃন্দ।