ঢাকাবুধবার , ১ নভেম্বর ২০২৩
  1. অগ্নিকান্ড
  2. অনুষ্ঠান
  3. অপরাধ
  4. অবৈধ বালু উত্তোলন
  5. অভিনন্দন
  6. অভিযোগ
  7. অর্থনীতি
  8. আইন ও বিচার
  9. আওয়ামী লীগ
  10. আওয়ামী লীগে
  11. আক্রান্ত
  12. আটক
  13. আত্মহত্যা
  14. আদালত
  15. আনন্দ মিছিল
আজকের সর্বশেষ সবখবর

তেতুলিয়ায় আবারো বিএসএফের গুলিতে গরু ব্যবসায়ীর মৃত্যু

পঞ্চগড় জেলা প্রতিনিধি মো,রঞ্জু আলি
নভেম্বর ১, ২০২৩ ৪:১৯ অপরাহ্ণ
Link Copied!

তেতুলিয়ায় আবারো বিএসএফের গুলিতে
গরু ব্যবসায়ীর মৃত্যু

পঞ্চগড় জেলা প্রতিনিধি
মো,রঞ্জু আলি

পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে মোঃ আইনুল হক
(৩৫) নামের এক বাংলাদেশি গরু ব্যবসাহী নিহত হয়েছেন।

বুধবার (১ নভেম্বর ) সকালে ফকিরগঞ্জ বিএসএফের ১৭৬ ব্যাটালিনের আওতাধীন উপজেলার বাংলাবান্ধা সীমান্তে মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

নিহত আইনুল হক বাংলাবান্ধা
ইউনিয়নের দক্ষিণ কাসিমগঞ্জ
গ্রামের বাসিন্দা মোঃ আকবর আলীর
ছেলে।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার (১ নভেম্বর ) দিবাগত গভীর রাতে দক্ষিণ কিসিম গঞ্জ
সীমান্তের মেইন পিলার ৪৪৮ এর ৪ নম্বর সাব পিলার এলাকায় কয়েক রাউন্ড গুলির শব্দ শুনতে পান স্থানীয়রা। পরে সকালে ভারতীয় সীমান্তের ওপারে মহানন্দা নদীতে মরদেহ পড়ে থাকতে দেখতে পাওয়া যায়। খবর পেয়ে পঞ্চগড় ১৮ বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের আহ্বান করা হয়। বিকেলে এ প্রতিবেদন লেখা পর্যন্ত গরু ব্যবসাহী আইনুল হকের
মরদেহ ফেরতের জন্য বিজিবি – বিএসএফের নিহতের মরদেহ ফেরতের জন্য
পতাকা বৈঠক চলছিল।এব্যাপারে

তেঁতুলিয়ার বাংলাবান্ধা
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদরত- ই খুদা মিলন
বলেন, ভারতের অভ্যন্তরে আইনুল হক
নামের একজনের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
। স্থানীয় শালবাহান হাটে গরু ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন তিনি।

এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বলেন, বাংলাবান্ধা
সীমান্তের ওপারে একজন গরু চোরাকারবারি নিহত হয়েছেন বলে শুনেছি। খোঁজ নিয়ে জেনেছি, বিএসএফ মরদেহ নিয়ে গেছে।

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জুবায়েদ হাসান বলেন, পতাকা বৈঠকে বিএসএফ বিষয়টি স্বীকার করেছে। বিএসএফের দাবি,টহলদল সীমান্তের কাঁটাতারের বেড়া কাটার সময় এগিয়ে এলে একজন গরু চোরাকারবারি তাদের ওপর আক্রমণ করে। এসময় তারা আত্মরক্ষার্থে গুলি চালান।পরে গুলি বিদ্ধ হয়ে নিহত হয়।

আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ভারতীয় পুলিশের কাছে দাবী করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি বাংলাদেশে হস্তান্তর করবে বলে জানান

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by BD IT HOST