দিনাজপুর হিলিতে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত
দিনাজপুর হাকিমপুর প্রতিনিধি
মোঃওয়াজ কুরনী
তামাক নয়,খাদ্য ফলান” এই স্লোগান কে সামনে রেখে দিনাজপুরের হাকিমপুর হিলিতে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ মে) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে একটি র্যালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্তর হতে ডাক্তার, নার্স স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাদের অংশ গ্রহনে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
র্যালি শেষে স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শ্যামল কুমার দাস এর সভাপতিত্বে তামাক এর ক্ষতিকর সমন্ধে আলোচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর- এ আলম, ডাঃ মো. সুলতান মাহমুদ হাসান, ডাঃ হুমায়ন কবির, ডাঃ সাবরিয়া জাহানসহ অনেকে।
আলোচনা সভা শেষে তামাকের ক্ষতিকর সম্পর্কিত একটি বিল বোর্ড স্বাস্থ্য কমপ্লেক্স চত্তরে বসানো হয়।