দীর্ঘ দেড় বছর পর আবারো চালু হল তেতুলিয়া হাসপাতালের এম্বুলেন্স সার্ভিস
পঞ্চগড় জেলা প্রতিনিধি মো,রঞ্জু
তেতুলিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্সের আনুষ্ঠানিকভাবে এ সার্ভিসের শুভ এ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার( ১২ ডিসেম্বর) সকালে তেতুলিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে আনুষ্ঠানিকভাবে এ সার্ভিসের উদ্বোধন করা হয়।
তেতুলিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স না থাকায় দুর্ভোগে জনসাধারণ এ শিরোনামে সংবাদ প্রচারের পর মঙ্গলবার( ১২ ডিসেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে এ সার্ভিসে এ উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেতুলিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ মাহবুবুল হাসান,ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টি এইচ এ) মোঃ মাসুদ পারভেজ সহ, সরকারী কর্মকর্তা,কর্মচারীগন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, অ্যাম্বুলেন্স চালক আব্দুল মজিদ বাবু জটিল ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০২২ সালের জুলাইয়ে মারা যান। তার মৃত্যুর পর প্রায় দেড় বছর ধরে অধিকাংশ সময় গ্যারেজে পড়ে আছে সরকারী মুল্যাবান এ অ্যাম্বুলেন্সটি। ফলে জরুরি প্রয়োজন ও উন্নত চিকিৎসার জন্য তেতুলিয়া থেকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল ও ঠাকুরগাঁও সদর হাসপাতালে রোগী স্থানান্তরে অ্যাম্বুলেন্স সমস্যায় পড়তে হয়।