দেওয়ানগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
মোঃ শরিফ মিয়া
১৫ এপ্রিল শনিবার বিকালে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার পাররামপুর ইউনিয়নের তারাটিয়া লাল মাহমুদ উচ্চ বিদ্যালয় মাঠে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে নিজস্ব অর্থায়নে ঈদ উপহার হিসেবে শাড়ি- লুঙ্গি বিতরন করেন, প্রানী সম্পদ অধিদপ্তরের সাবেক মহা পরিচালক বীর মুক্তিযোদ্ধা ডাঃ মোসাদ্দিক হোসেন আনার।ব্যক্তিগত অর্থে এসব ঈদ উপহার বিতরন করেন বলে তিনি সাংবাদিকদের জানান।
বীর মুক্তিযোদ্ধা তারিকুজ্জামান তারিক ও বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রশিদ খুরমু জানান, দেওয়ানগঞ্জ উপজেলার সদর, চিকাজানি, চুকাইবাড়ি, বাহাদুরাবাদ, হাতীভাঙ্গা, পাররামরামপুর, চর আমখাওয়া ও ডাংধরা ইউনিয়নের মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে দুই ধাপে এ সব ঈদ উপহার বিতরন করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।