সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি সাংবাদিক ওসমান চৌধুরী-বাংলাদেশ বিজনেস কাউন্সিল আজমান এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিলের আলোচনা কালে তিনি এই আহ্বান জানান।
এসময় তিনি আরো বলেন দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে।সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
বৃহস্পতিবার (২৮ মার্চ) আজমান উইমেন এসোসিয়েশন আল জাহারা হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কনস্যুলেট দুবাইয়ের কমার্শিয়াল কাউন্সিলর আশীষ কুমার সরকার।
সংগঠনের সভাপতি প্রকৌশলী মোঃ জিল্লুর রহমানের সভাপতিত্বে ও সিআইপি মোঃ হেলাল উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাই এর আইয়ুব আলী বাবুল সিআইপি,সহ সভাপতি মো: রাজা মল্লিক সহ আরও অনেক।
এরপূর্বে রমজানের গুরুত্ব নিয়ে আলোচনা দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ- সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মুফতি মাওলানা মাসুম বিল্লাহ।