দ্রব্যমূেল্যর অস্বাভাবিক উদ্ধগতির প্রতিবাদে পথ সভা অনুষ্ঠিত
মোঃ শাহিনুর রহমান শাহিন সাতক্ষীরা জেলা প্রতিনিধি:
অস্বাভাবিক দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে যৌথভাবে বাংলাদেশ জাসদ, জেএসডি, বাসদ,সিপিবির উদ্যোগে লাবসা ইউনিয়নে মেঘনার মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন সিপিবি জেলা সভাপতি কমরেড আবুল হোসেন।
সভায় বক্তৃতা করেন বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা সভাপতি সরদার কাজেম আলী, সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী, জেলা বাসদ সমন্বয়ক কমরেড নিত্যানন্দ সরকার,আবু তালেব মোল্লা,জেলা জেএসডি যুগ্ম সম্পাদক শিক্ষক আব্দুল জব্বার, নদী বন পরিবেশ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মফিজুর রহমান।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন তালা উপজেলা বাংলাদেশ জাসদ সাধারণ সম্পাদক মোঃ শাহিনুর রহমান শাহিন।
আজ ২ জুন বিকাল পাঁচটায় পথসভায় বক্তাগন বলেন —দেশে নিম্ন আয়ের মানুষের জন্য রেশন ব্যবস্থা চালু করতে হবে। গ্রামে গ্রামে বাজার নিয়ন্ত্রণ কমিটি ও দুর্নীতি বিরোধী কমিটি গড়ে তোলার আহবান জানান।
আগামীতে অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য ভোটার দের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
সমাজ বদলের আন্দোলন ও রাষ্ট্র সংস্কার আন্দোলন জোরদার করার জন্য জনগণ
কে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান নেতৃবৃন্দ।