ঢাকাMonday , 5 June 2023
  1. অগ্নিকান্ড
  2. অনুষ্ঠান
  3. অপরাধ
  4. অবৈধ বালু উত্তোলন
  5. অভিনন্দন
  6. অভিযোগ
  7. অর্থনীতি
  8. আইন ও বিচার
  9. আওয়ামী লীগ
  10. আওয়ামী লীগে
  11. আক্রান্ত
  12. আটক
  13. আত্মহত্যা
  14. আদালত
  15. আনন্দ মিছিল
আজকের সর্বশেষ সবখবর

নিহত মো. ফারুক হোসেনের অর্ধগলিত লাশ উদ্ধার

Link Copied!

নিহত মো. ফারুক হোসেনের অর্ধগলিত লাশ উদ্ধার

কামরুল ইসলাম

খাগড়াছড়ির মাটিরাঙ্গা থেকে নিখোঁজের পাঁচদিন পর মো. ফারুক হোসেন (১৮) নামের এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (৪ জুন) গভীর রাতে ওই উপজেলার আমতলী ইউনিয়নের মথুমগপাড়া এলাকার একটি পাহাড়িঝোপ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত মো. ফারুক হোসেন উপজেলার ওই ইউনিয়নের হাজীপাড়া গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে। সে ভাড়ায়চালিত মোটরসাইকেল চালক।
জানা যায়, গত ৩১ মে বিকেলের দিকে দুইজন যাত্রী নিয়ে মাটিরাঙ্গা আসার পর সে আর বাড়ি ফিরেনি। এরপর অনেক খোঁজাখুঁজির পরেও তাকে পাওয়া যায়নি। তাকে হত্যা করা হয়েছে দাবি করে তিনি এমন নির্মম হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, খবর পেয়ে পুলিশ দুর্গম পাহাড়ি এলাকার জঙ্গল থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে। লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।