নৌকার আশীর্বাদে ধলঘাটার চেয়ারম্যান হলেন বাচ্চু
কামরুল ইসলাম
কক্সবাজারের মহেশখালী উপজেলার ধলঘাটায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকার আশীর্বাদ নিয়ে আহসান উল্লাহ বাচ্চু চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
সোমবার (১৭ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা বিমলেন্দু কিশোর পাল এ ফলাফল ঘোষণা করেন।
কন্ট্রোল রুম থেকে বেসরকারিভাবে ঘোষিত ফলাফল অনুযায়ী আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আহসান উল্লাহ বাচ্চু ৩৬৩২ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী ঘরানার বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী কামাল উদ্দিন চশমা প্রতীকে পেয়েছেন ২৬৬৪ ভোট। এছাড়া ৫৮৯ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন বর্তমান চেয়ারম্যান বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী কামরুল হাসান। ইউনিয়নে শতকরা ৭১.৩১% ভোট রেকর্ড করা হয়েছে।
এর আগে, উৎসবমুখর পরিবেশে ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদের নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।