ঢাকাSaturday , 12 August 2023
  1. অগ্নিকান্ড
  2. অনুষ্ঠান
  3. অপরাধ
  4. অবৈধ বালু উত্তোলন
  5. অভিনন্দন
  6. অভিযোগ
  7. অর্থনীতি
  8. আইন ও বিচার
  9. আওয়ামী লীগ
  10. আওয়ামী লীগে
  11. আক্রান্ত
  12. আটক
  13. আত্মহত্যা
  14. আদালত
  15. আনন্দ মিছিল
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে পার্ক থেকে ফেরার পথে বাসের ধাক্কায় শিশুর মৃত্যু

Link Copied!

পঞ্চগড়ে পার্ক থেকে ফেরার পথে বাসের ধাক্কায় শিশুর মৃত্যু

আমিরুল ইসলাম পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়: পঞ্চগড়ে যাত্রীবাহি বাসের ধাক্কায় ইফাত (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১১ আগস্ট) বিকালে পঞ্চগড় সদরের অমরখানা ইউনিয়নের চাওয়াই সেতু সংলগ্ন মুক্তাঞ্চল পার্কের সামনে তেঁতুলিয়া- পঞ্চগড় মহাসড়কে এ দূর্ঘটনাটি ঘটে। ঘটনার পর পরেই দুর্ঘটনায় গুরুতর আহত শিশুটিকে উদ্ধার করে প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ও পরে রংপুরে নেয়ার পথে রাত ৮টার সময় মৃত্যুবরণ করে শিশুটি।

শিশু ইফাত অমরখানা ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার হাবীবুর রহমানের ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বড় ভাইয়ের সাথে বাড়ি থেকে বের হয়ে চাওয়াই সেতু এলাকায় নতুন নির্মিত পার্কে ঘুরতে যায়। ঘুরাফেরা শেষে বাড়ি ফেরার জন্য রাস্তায় উঠে রাস্তা পার হতে গেলে পঞ্চগড় থেকে তেঁতুলিয়াগামী নসিব পরিবহন নামে একটি যাত্রীবাহি বাস তাকে ধাক্কা দেয়। এতে মাথায় আঘাত পেয়ে গুরুত্বর আহত হয়ে রাস্তায় পড়ে যায় শিশুটি। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিলে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুরে নেয়ার পথে মারা যায় শিশুটি।

এদিকে ঘটনার পর পরেই স্থানীয়দের সহায়তায় ঘাতক যাত্রীবাহি বাসটিকে আটক করে পুলিশ। তবে চালক ও হেলপার পালিয়ে যায়।

তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন, বাসের ধাক্কায় শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।