মোঃ কবির হাওলাদার পটুয়াখালী জেলা প্রতিনিধি
নানা আয়োজনে পটুয়াখালীতে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। জাতীয় শোকদিবসের ১৫ আগস্ট মঙ্গলবার সকালে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অপর্নের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা, জেলা প্রশাসক নুর কুতুবুল আলম, পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড.আফজাল হোসেন, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধ কাজী আলমগীর, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধ ভিপি আব্দুল মান্নান, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডঃ মোঃ হাফিজুর রহমান, পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ গোলাম সরোয়ার, জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন সমূহ, পটুয়াখালী প্রেসক্লাব, বিভিন্ন দফতর, শিক্ষা প্রতিষ্ঠান, চেম্বার অব কমার্স, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মী। পরে ডায়াবেটিক স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী, জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বঙ্গবন্ধুর উপর প্রামান্য চিত্র ও ডকুমেন্টারি প্রদর্শনী, আলোচনা সভা, বিভিন্ন মসজিদ ও মন্দিরে বিশেষ দোয়া মোনাজাত,প্রার্থনা ও দুপুরে এতিমখানা, হাসপাতাল ও জেলখানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। দুপুরে জেলা আওয়ামীলীগ, জেলা পরিষদ, যুব মহিলা আওয়ামীলীগের উদ্যোগে ওয়ার্ড ওয়ার্ডে দুঃস্থদের মাঝে খিচুরি বিতরন করা হয়। এছাড়া ১৯৭১ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যাকান্ডের প্রতিবাদে সোমবার সন্ধ্যায় আলোর মিছিল সহকারে বঙ্গবন্ধুর ম্যুরালে গিয়ে প্রদীপ প্রজ্জ্বলন করে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্ট নিহত সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ পটুয়াখালী জেলা শাখার নেতৃবৃন্দ।