পবত্রি রমজান মাসে সারাদশেরে মাদ্রাসা বন্ধ থাকবে
নিজস্ব প্রতিবেদক- রোজার জন্য ৭ মার্চ থেকেই দেশের সব মাদরাসা বন্ধ হয়ে যাবে। পবিত্র রমজান মাসে সারাদেশের প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ খোলা থাকলেও বন্ধ থাকবে মাদরাসা।
শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের ২০২৪ সালের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জির প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে। রোববার (১১ ফেব্রুয়ারি) এ প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সই করেছেন উপসচিব হাছিনা আক্তার।
ছুটির তালিক ও শিক্ষাপঞ্জি অনুযায়ী—২০২৪ সালে দেশের তিনটি সরকারি আলিয়া মাদরাসা এবং বেসরকারি সব মাদরাসায় ৭১ দিন ছুটি থাকবে। ৭ মার্চ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত পবিত্র রমজান, বঙ্গবন্ধুর জন্মদিন, স্বাধীনতা দিবস, ঈদুল ফিতরসহ কয়েকটি সরকারি ছুটি মিলিয়ে টানা ৩০ দিন (সাপ্তাহিক বন্ধ বাদে) ছুটি থাকবে।
এদিকে, মাদরাসা শিক্ষকরা বলছেন, অনেক শিক্ষক এবং ছাত্র রমজানে তারাবির নামাজে ইমামতি করে থাকেন। অনেক হাফেজ দূরের অনেক মসজিদে তারাবি পড়াতে গিয়ে সেখানে পুরো মাস অবস্থান করেন। এমন অবস্থায় রমজানে মাদরাসা খোলা রাখার সুযোগ নেই।