পাটকেলঘাটা প্রেসক্লাবে সাবেক সংসদ ইজ্ঞিনিয়ার মুজিবর রহমানের মতবিনিময়
নির্বাচিত হতে পারলে এলাকার সার্বিক উন্নয়নে নিজেকে উৎসর্গ করবো

পাটকেলঘাটা সাতক্ষীরা প্রতিনিধিঃ আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে পাটকেলঘাটা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন সাতক্ষীরা -১ আসনের সাবেক আসনের সংসদ সদস্য যোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সাবরক সভাপতি ইজ্ঞিনিয়ার শেখ মুজিবর রহমান। শুক্রবার বিকাল ৫ টায় পাটকেলঘাটা প্রেসক্লাব আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।এসময় তিনি বলেন,জাতির পরিচয়ের জন্য বঙ্গবন্ধু দেশেকে স্বাধীন করেছিলেন।জননেত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। আপনারা সরকারে উন্নয়ন গুলো তুলে ধরবেন। বিগত দিনে আমি কপোতাক্ষ নদ খননে ২৬২কোটি টাকা বরাদ্ধ এনে খনন কাজ করেছি। ক্ষমতায় থাকাকালীন রাস্তাঘাট সহ সার্বিক উন্নয়নের কাজ করেছি। আমার নির্বাচনী এলাকায় চার হাজার স্কুল কলেজের উন্নয়ন করেছি। তিনি পাটকেলঘাটা প্রেসক্লাবে সার্বিক উন্নয়নের সহযোগিতা করবেন বলে আশ্বস্থ করেন। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনায়ন দিলে আমি সংসদ সদস্য নির্বাচিত হয়ে এলাকার সার্বিক উন্নয়ন অব্যাহত রাখব। এলাকার উন্নয়নে নিজেকে উৎসর্গ করবো। পাটকেলঘাটাপ্রেসক্লাব সভাপতি জহুরুল হকের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দুল মোমিনের সঞ্চলনায় বক্তব্য বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আ”লীগের সাংগঠনিক সম্পাদক মোজাফ্ফর রহমান। আরো বক্তব্য রাখেন, সরুলিয়া ইউনিয়ন আ”লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান, সাধারন সম্পাদক বিশ্বাস আতিয়ার রহমান, উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক ইন্দ্রজিৎ কুমার সাধু, সরুলিয়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি তরিকুল ইসলাম,উপজেলা আলীগ নেতা শেখ মজ্ঞুরুল ইসলাম, সজল নন্দী প্রমুখ।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *