বগুড়াই একই স্হানে দুপুর ১ টার সময় সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধা নিহত
মো: জাহিদ হাসান / বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়া রংপুর মহাসড়কে চন্ডি হারা নামক স্থানে রাস্তা পারাপারের সময় এক বৃদ্ধা নিহত হয়েছে
,জানা যায় বুধবার ২৮শে জুন দুপুরে এ ঘটনা ঘটে সকালে একই স্থানে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়
,জানা গেছে বেলা একটার দিকে সেখানে রাস্তা পার হতে গিয়ে অজ্ঞাত গাড়ির নিচে চাপা পড়ে বৃদ্ধ জহুরা বেগম (৬৫)নিহত হয়েছে তিনি বগুড়া সদরে লাহিড়ি পাড়া ইউনিয়নের মধু মাঝিরা এলাকায় মৃত আব্দুল মিয়ার স্ত্রী
এঘটনায় পুলিশ গোবিন্দগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম জানাই তার লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে ৷