বগুড়াই এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার
মো: জাহিদ হাসান / বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়া সদর উপজেলার শেখেরকলা ইউনিয়নে বালা কৈগাড়ি এলাকায় বাগানের মধ্যে থেকে উদ্ধার হওয়া একটি মরদেহ উদ্ধার হওয়া মরদেহটি
, জয়পুরহাট জেলার কালাই উপজেলায় জিন্দাপুর ইউনিয়নের দামপাড়া এলাকার মোসলেম উদ্দিন এর ছেলে ফেরদৌস(৩২) , তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন এসব তথ্য নিচ্ছিত করেছেন থানায় স্পেক্টর তদন্ত শাহানুর জামান,
পুলিশের এই কর্মকর্তা আরো জানান, নিহত ফেরদৌস গতকাল তার নিজ জেলা জয়পুরহাট থেকে কাজের উদ্দেশ্যে বগুড়া আসেন এরপর শেখেরকোলাসহ আশেপাশে এলাকায় ঘুরেও বেড়ায় তিনি বুধবার সকাল সাড়ে সাতটার দিকে পথচারিরা ফলজ বাগানে তার মধ্যেটি দেখতে পান, মরদেহটি দেখে পুলিশে খবর দেয়, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যেয়ে লাসটি উদ্ধার করে,
তিনি আরো জানেন প্রাথমিকভাবে তার শরীরে আঘাতের কোন চিহ্ন দেখা যায়নি কি কারনে তার মৃত হয়েছে তা এখনো বলা যাচ্ছে না
মরদেহতি ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে,
ময়না তদন্তে রিপোর্ট হাতে পেলে লাশটির রহস্য উদঘাটন করা যাবে বলে জানিয়েছেন ;