বগুড়ায় অটোরিকশা চাপায় এক শিশু নিহত
মোঃ জাহিদ হাসান/ বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়ার সারিয়াকান্দিতে ফারহান মিয়া নামে চার বছরের এক শিশু ব্যাটারিচালিত অটোরিকশা চাপায় নিহত হয়েছে।সোমবার সকাল ৮ টায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত ফারহান উপজেলার হাটশেরপুর ইউনিয়নের হাসনাপাড়া গ্রামের রবিউল হাসানের ছেলে
জানা গেছে, ফারহান তার বাবার সাথে দোকানে যাচ্ছিল। এ সময় পেছন দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোভ্যান তাদের ধাক্কা দিয়ে চলে যায়। গুরুতর আহত ফারহানকে উদ্ধার করে স্থানীয়রা সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজেশ কুমার চক্রবর্তী জানান, শিশুটির মৃতদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।