বগুড়ায় ট্রাকচাপায় এক এনজিও কর্মী নিহত

মোঃ জাহিদ হাসান/বগুড়া ও গাবতলী প্রতিনিধি:

বগুড়ায় ট্রাকচাপায় এক এনজিও কর্মী নিহত হয়েছেন। নিহত পাপুল (২৪) গাইবান্ধা জেলার সাদুল্লাহপুর উপজেলার সুরুজ মিয়ার ছেলে। তিনি সিরাজগঞ্জে বন্ধু ফাউন্ডেশন নামের একটি বেসরকারি এনজিওতে চাকুরী করতেন , ১৭ জুন (শনিবার) শাজাহানপুর উপজেলার ফটকিব্রীজ নামক স্থানে সকাল ৬ টায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ওয়াদুদ হোসেন।
তিনি জানান, শনিবার বগুড়া থেকে তার কর্মস্থল সিরাজগঞ্জ যাবার পথে পথিমধ্যে সাজাপুর ফটকি এলাকায় ট্রাক চাপায় গুরুতর আহত হন। তারপর আমরা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাই, পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এঘটনায় দুর্ঘটনা কবলিত ট্রাকটি জব্দ এবং চালক পুলিশি হেফাজতে আছে ।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *