বগুড়ায় বিল থেকে হাঁস আনতে গিয়ে বজ্রপাতে এক গৃহবধূর মৃত্যু
মোঃ জাহিদ হাসান/বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে বজ্রপাতে ফাতেমা বেগম (৩০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।নিহত ফাতেমা বেগম খামারকান্দি ইউনিয়নের মাগুড়াইর গ্রামের বাবু ওরফে রনি মিয়ার স্ত্রী।
বুধবার বিকেল সোয়া ৩টার দিকে এ ঘটনা ঘটে
জানা যায়, দুই মাস আগে ওই গৃহবধূর বিয়ে হয় রনি মিয়ার সাথে। দুপুরের পর হঠাৎ বৃষ্টি শুরু সময় ওই গৃহবধূ খোকসাগাড়ি বিলের মধ্যে হাঁস আনতে যান। ফেরার পথে বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।