ঢাকাTuesday , 15 August 2023
  1. অপরাধ
  2. অভিনন্দন
  3. অর্থনীতি
  4. আইন ও বিচার
  5. আক্রান্ত
  6. আটক
  7. আত্মহত্যা
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আর্থিক সহোযোগিতা
  11. আলোচনা সভা
  12. আহত
  13. ইফতার মাহফিল
  14. কৃষি বার্তা
  15. খুন
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় রাস্তায় হাতির মরদেহ উদ্ধার

Link Copied!

বগুড়ায় রাস্তায় হাতির মরদেহ উদ্ধার
মো: জাহিদ হাসান / বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়া সদরের নামুজার রোডে রাতের আঁধারে রাস্তায় কে বা কারা মৃত হাতি ফেলে রেখে যায় , তবে হাতিটি কোথা থেকে এসেছে বা কোথায় যেতে নিয়ে মৃত্যু হয়েছে তা কেউ বলতে পারে না ৷ তবে হাতির কাছে হাতির মালিক বা কাওকে পাওয়া যায়নি ৷ জানা যায় মঙ্গলবার সকালে বগুড়া সদর উপজেলার নামুজা ইউনিয়নের বগারপাড়া ৪ নম্বর ওয়ার্ডের শোলাগাড়ী মোড়ে হাতির মরদেহ পরে থাকতে দেখেন স্হানিও জনগন ৷ তবে পরবতিতে জানা যায় হাতিটি স্ত্রী প্রজাতির বান্দরবান এলাকার আজগর নামে এক হাতি পালক ব্যক্তির ৷ হাতিটির বয়স আনুমানিক ৮০ বছরের মত ৷ বগুড়ার নামুজা এলাকার মো: এনামুল নামে এক ব্যক্তি হাতিটির মাহুত হিসেবে কাজ করতেন। হাতিটি বগুড়াসহ বিভিন্ন জেলায় সার্কাস, সহ বিভিন্ন অনুষ্ঠানে মানুষের আনন্দে কাজে ব্যবহার হতো। এ ছাড়াও হাতিটিকে নিয়ে বিভিন্ন এলাকায় ঘুরে দোকান, যানবাহন ও মানুষের কাছে টাকা তুলতেন এনামুল নামের এ মাহুত ৷ সকাল বেলা দুপচাঁচিয়া সড়কে শোলাগাড়ী মোড়ে সকাল বেলা স্থানীয়রা দেখতে পায় হাতিটি তাদের কাছে জানতে পেরে স্হানিও মেম্বার , পুলিশ, ও বনবিভাগকে খবর দেয়া হয়। তাদের ধারণা হচ্ছে রাতের বেলায় গাড়িতে করে নিয়ে এখানে ফেলে রেখেছে হাতির লোকজন। এ বিষয়ে সদর থানার পুলিশ জানায়, হাতির আসল মালিক আসগরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছে। পার্বত্য এলাকার কারণে এখনও কথা হয়নি। তবে মহাস্থানগড় এলাকার মমতাজ নামে আসগরের এক ভাতিজা বসবাস করেন। তাদের কাছে জানা গেছে হাতিটিকে দক্ষিণাঞ্চলের একটি জেলার অনুষ্ঠানে ভাড়া হিসেবে নিয়ে যাওয়া হয়েছিল। এর আগে থেকেই হাতিটি অসুস্থ ছিল। গতকাল সোমবার ট্রাকে করে হাতিটিকে বগুড়ায় নিয়ে আসা হচ্ছিল। পথে সম্ভবত মারা যাওয়ার কারণে রাতে শোলাগাড়ী এলাকায় নামিয়ে দিয়ে চলে যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।