বগুড়ায় রোড এক্সিডেন্টে শিশু নিহত
মো: জাহিদ হাসান / বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়ায় রাস্তার এক পাশ থেকে
আরেক পার্শ্বে পার হওয়ার সময় বাসের ধাক্কায় সুমাইয়া আকতার নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
জানা যায়
নিহত সুমাইয়া আকতার (১১) রাজাপুর ইউনিয়নের কর্ণপুর পূর্বপাড়া এলাকার মো: আবু সাইদের মেয়ে ৷
সোমবার দুপুর আনুমানিক ১২ টা থেকে ১ টার সময় শহরের ২য় বাইপাস সড়কে কর্ণপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে
এ বিষয়ে
নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ, বলেন, সুমায়া তার বড় আম্মা আনজু আরার সাথে রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই শিশু সুমাইয়ার আক্তারের মৃত্যু হয়। এসময় আনজু আরা গুরুতর আহত হন।
নিহত শিশুর মরদেহ টি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজর হাসপাতালে মর্গে রয়েছে। আহত আনজু আরা বেগম শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।