মো: জাহিদ হাসান / বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়ায় সদর উপজেলায় ৬৩ বস্তা সরকারি চাল অবৈধভাবে অন্যের বাড়িতে মজুদ রাখার অভিযোগে মো: মনিরুজ্জামান পলাশ নামে একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ ৷ জানা যায় মঙ্গলবার দুপুরে বগুড়া সদর উপজেলার বারপুর বাঁশবাড়িয়া এলাকায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে মজুদকৃত চালসহ তাকে গ্রেফতার করেন ৷ সাথে ৬৩ বস্তা চাল জব্দকরা হয় আটক পলাশ বগুড়া শহরের সুলতানগঞ্জ পাড়ার মো: ওহাব মন্ডলের ছেলে ৷ সে দীর্ঘদিন যাবৎ এসব চাল কেনাবেচার সাথে জড়িত আছেন বলে জানা যায় ৷ এ অভিযানটি ভ্রাম্যমান আদালতে পরিচালনা করেন বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভীন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মনিরুল হক, খাদ্য পরিদর্শক কাজী হাসিবুল হাসান। সহ সদর থানার পুলিশ মনিরুজ্জামান পলাশ ঐ এলাকার উপকারভোগীদের কাছ থেকে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল কম দামে ক্রয় করে অবৈভভাবে মজুদ করেন এবং চাল ক্রয় করার তার পরিচিত ঐ এলাকার বাসিন্দা মটুর বাড়িতে সরকারি বস্তা পরিবর্তন করে অন্য বস্তায় চাল তুলে রাখেন ৷ এদিকে মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ঐ বাড়িতে অভিযান চালিয়ে ৬৩ বস্তা চাল জব্দকরেন এ বিষয়ে বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৬৩ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। একই সাথে অবৈধভাবে চাল মজুদকারী পলাশকে গ্রেফতার করা হয়। সে দীর্ঘদিন ধরে সরকারি চাল অবৈধপন্থায় কেনাবেচা করে আসছিলেন। বলে আমাদের কাছে খবর আছে ৷ তার বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে আদালতে পাঠানো হবে। তিনি আরো জানান, খাদ্য অধিদপ্তর বিভাগের নাম সম্বলিত প্রতিটি বস্তার গায়ে লেখা আছে ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’। সে গুলো তিনি পরিবতন করে অন্ন বস্তায় তুলে বাজার জাত ও মজুত করতেন