বগুড়ার আদমদিঘীতে গাঁজা সহ এক ব্যক্তি গ্রেফতার
মো: জাহিদ হাসান / বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সদর ইউনিয়নের সুদিন গ্রামের পশ্চিম পাড়া মহল্লার সন্ন্যাসতলী মন্দিরের সামনে কাঁচা রাস্তার উপর থেকে গতরাত সাড়ে দশ ঘটিকার সময় আধা কেজি গাঁজাসহ ইউনুস নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে আদমদীঘি থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামি ইউনুস আলীর বিরুদ্ধে আদমদীঘি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে মামলা দায়ের করে আজ রবিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে আদমদীঘি থানার উপ-পরিদর্শক তারেক হোসেন বলেন, গতরাত সাড়ে দশ ঘটিকার সময় দায়িত্ব পালন কালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেয়ে আমার সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান চালিয়ে আদমদীঘি থানাধীন সদর ইউনিয়নের সুদিন গ্রামের পশ্চিম পাড়া মহল্লার সন্ন্যাসতলী মন্দিরের সামনে কাঁচা রাস্তার উপর থেকে গাঁজা বিক্রয় করার সময় আসামি ইউনুস আলীকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার শরীর তল্লাশি করে কালো পলিথিনে বিশেষ কায়দায় মোড়ানো নেশা জাতীয় মাদকদ্রব্য আধা কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামি ইউনুস আলী মন্ডল (৩৮) আদমদীঘি উপজেলার সদর ইউনিয়নের কুসুম্বি গ্রামের সোনার পাড়া মহল্লার আব্দুল গফুর মন্ডলের ছেলে। এ সময় অপর আসামী তেতুলিয়া গ্রামের মহাতাব প্রামাণিকের ছেলে রফিকুল ইসলাম (৩০) কৌশলে পালিয়ে যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা বলেন, গতরাতে নেশা জাতীয় মাদকদ্রব্য আধা কেজি গাঁজাসহ গ্রেফতারকৃত আসামি ইউনুস আলীর বিরুদ্ধে আদমদীঘি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে মামলা দায়ে করে আজ রবি বার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।