বগুড়ার দুপচাঁচিয়ায় বাসের ধাক্কায় ভ্যান চালক নিহত
মো: জাহিদ হাসান / বগুড়া জেলা প্রতিনিধি:
চৌমহনীতে বাস ও অটো ভ্যানের সংঘর্ষে ১ জন নিহত হয়
আজ ৩ রা জুলাই ২০২৩ ইং ( সোমবার ) বগুড়া দুপচাঁচিয়া চৌমুহনী বাজারে সকাল ৮ ঘটিকায় বাস ও অটো ভ্যানের সংঘর্ষ হয়, এতে ঘটনা স্থলে মোঃ মোফাজ্জল হক মোফা (২৮) নামে এক ব্যক্তি নিহত হন। নিহত মোফার গ্রামের বাড়ি বেলাইল । ঘটনার স্থলে স্থানীয় লোকজন বাস ও বাসের চালককে আটক করে থানায় সোপর্দ করে।
জানা যায়
সোমবার সকালে দুপচাঁচিয়া চৌমুহনী বন্দরে ভ্যান্টি রাস্তার একপাশ থেকে অন্য পার্শ্বে যাচ্ছিল এ সময় নওগাঁ থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি বাস শুভ পরিবহন নামে ভ্যানটিকে ধাক্কা দেয় এতে ভ্যান চলক মোফাজ্জল ঘটনাস্থলেই মারা যায়
বাসের চালক মো: সিরাজুল ইসলাম (৩২)৷কে আটক করে পুলিশের শপর্দ করে স্থানীয় জনগন
এ বিষয়ে বগুড়ার দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আবুল কালাম জানান, ভ্যান চালকের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বাসটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে এছাড়াও বাস চালক আটক আছে ও অভিযোগ সাপেক্ষে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন