মো: জাহিদ হাসান / বগুড়া জেলা প্রতিনিধি:
মাদক বিরোধী অভিযানে বগুড়া ফুলবাড়ী পুলিশ ফাড়ীর টিম
৩৩( তেত্রিশ) পিচ ইয়াবাসহ বগুড়া পৌরসভার এলাকার শাখারিয়া নামাবালা এলাকার থেকে মো: দুলু শেখের ছেলে, মাদক ব্যবসায়ী, মো: মেহেদী হাসান কে আটক করেছে
তার নামে ,মামলা দায়ের ও বিজ্ঞ আদালতে সোপর্দ। করা হয়েছে
জানা যায়
বগুড়ার ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ, পুলিশ পরিদর্শক মোঃ শফিকুল ইসলাম এর নেতৃত্বে, এসআই মোঃ আব্দুর রহমান, এএসআই মোঃ সহিদুল ইসলাম সংগীয় ফোর্সের সহায়তায় ইং ২১/০৮/২০২৩ তারিখ রাত্রী ১১.১৫ টার সময়, বগুড়া সদর থানাধীন নওদাপাড়া স্কাউট মাঠের সামনে পাকা রাস্তার উপর হইতে, আসামি মেহেদী হাসান(২৪), পিতা মোঃ দুলু শেখ, সাং শাখারিয়া নামাবালা, থানা ও জেলা বগুড়াকে ৩৩( তেত্রিশ) পিচ ইয়াবা টাবলেট সহ আটক করে, তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে, ২১/০৮/২০২৩ তারিখে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।