বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিএনপির নতুন পার্টি অফিসে চেয়ার বিতরণ
মো: জাহিদ হাসান / বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় বিএনপির নতুন অফিস ও সংগঠনিক অফিসে নতুন চেয়ার বিতরণ করেন ৮ মুল ইউনিয়ন বিএন পির পক্ষে ৮ মুল বিএনপির সভাপতি, মির আবু জাকের মাকু, বিএনপির নেতা রুহুল আমিন খসরু ,ও যুবদল নেতা আনোয়ার হোসেন মিলন ,
বগুড়ার শিবগঞ্জ উপজেলার হেলিপ্যাড এর সংলগ্ন নিকট নতুন বিএনপির নতুন সাংগঠনিক অফিসটি নির্মাণ করেন মীর শাহেআলম শিবগঞ্জ থানা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান
এ সময়ে উপস্থিত ছিলেন থানা বিএনপির সাধারণ সম্পাদক তাজুল ইসলাম , পৌর বিএনপির সভাপতি মো: বুলবুল আহম্মেদ, পৌর বিএনপি সেক্রেটারি মোঃ আব্দুল করিম, পৌর বিএনপির সাংগঠনিক নেতা তাহেরুল ইসলাম ,থানা বিএনপির নেতা হারুন মাষ্টার, পৌর যুবদলের সভাপতি আবু শাহিন,থানা যুবদলের সভাপতি মোঃ মুকুল থানা যুবদলের সেক্রেটারি মোঃ আরমান ও অঙ্গ সংগঠনের বিএনপির সকল নেতাকর্মী এ সময উপস্থিত ছিলেন