ঢাকাThursday , 26 October 2023
  1. অগ্নিকান্ড
  2. অনুষ্ঠান
  3. অপরাধ
  4. অবৈধ বালু উত্তোলন
  5. অভিনন্দন
  6. অভিযোগ
  7. অর্থনীতি
  8. আইন ও বিচার
  9. আওয়ামী লীগ
  10. আওয়ামী লীগে
  11. আক্রান্ত
  12. আটক
  13. আত্মহত্যা
  14. আদালত
  15. আনন্দ মিছিল
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া গাবতলীতে নাজমুল হত্যার আসামি ৪৮ ঘন্টার মধ্যে র‍্যাবের হাতে আটক

Link Copied!

বগুড়া গাবতলীতে নাজমুল হত্যার আসামি ৪৮ ঘন্টার মধ্যে র‍্যাবের হাতে আটক

জাহিদ হাসান , বগুড়া জেলা প্রতিনিধিঃ

র‌্যাবের অভিযানে চাঞ্চল্যকর নাজমুল হত্যা মামলার আসামী রকি (৪৮) ঘণ্টার মধ্যে গ্রেফতার করে র‍্যাব বগুড়া।
গত ২২ অক্টোবর বগুড়ার গাবতলীর দূর্গাহাটা ইউনিয়নের হাতিবান্ধা মধ্যপাড়া গ্রামে নিজ বসতবাড়ীর ৩০০ মিটার দূরে ধানক্ষেত থেকে ভিকটিম নাজমুল (৩৫) কে অজ্ঞাতনামা দুস্কৃতিকারীরা হত্যা করে লাশ ধানক্ষেতে ফেলে রেখে যায়। এঘটনার প্রেক্ষিতে ভিকটিমের স্ত্রী বাদী হয়ে গাবতলী থানায় মামলা দায়ের করেন।

অভিযোগে উল্লেখ রয়েছে, প্রায় ১ বছর পূর্বে তার ফুফাত ভাই সোহেলের মেয়েকে ধর্ষণ সংক্রান্তে সদর থানায় ধর্ষণ মামলা রুজু হয়। উক্ত মামলায় তার স্বামী ভিকটিম নাজমুল বিভিন্ন সময়ে ধর্ষণ মামলার বাদী সোহেলকে সিএনজি করে কোর্টে আনা নেওয়া করত। ধর্ষণ মামলার আসামী উজ্জল রকিসহ তার স্বামী ভিকটিম নাজমুলকে উক্ত মামলাটি আপোষ-মিমাংসা করে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে আসছিল। তার স্বামী ভিকটিম নাজমুল তাদের কথায় রাজি না হওয়ায় তারা খুন ও জখমের হুমকি দিয়ে আসছিল।

তাদের হুমকিতে তার স্বামী ভিকটিম নাজমুল প্রায় ৩ মাস পূর্ব হতে সিএনজি চালানো বাদ দেয় এবং মানসিকভাবে ভেঙ্গে পরে। তার স্বামী ভিকটিম প্রায় সময়ই ভীত হয়ে বলত “ উজ্জল ও রকি লোকজন দিয়ে তাকে মেরে ফেলবে। তুমি আমার ছেলে-মেয়েকে দেখে রেখ।” ভিকটিমকে গুম করার উদ্দেশ্যেই এই নৃশংস ও বর্বরোচিত হত্যাকান্ডটি সংঘঠিত হয় যা বগুড়া জেলাসহ সারা দেশে চাঞ্চল্যের সৃষ্টি করে এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় আলোড়ন তৈরি করে। ঘটনার পরপরই র‌্যাব-১২ বগুড়া হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তার সহিত সার্বক্ষনিক সমন্বয় করতঃ ছায়াতদন্ত ও গোয়েন্দা তৎপরতা শুরু করে।

এরই ধারাবাহিকতায় ভিত্তিতে জানতে পারে বগুড়া জেলা থানার এলাকায় অবস্থান করছে,এরপর ২৫ অক্টোবর রাত্রি ১টার দিকে র‌্যাব সদর দপ্তরের সহযোগিতায় উক্ত এলাকায় যৌথ অভিযানে এজাহারের গর্ভে লিখিত ও তদন্তে প্রাপ্ত ধৃত আসামী মোঃ রকি (৩৪), পিতা-মোঃ হারুন, সাং-হাতিবান্ধা, থানা-গাবতলী, জেলা-বগুড়াকে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার করা হয়। ধৃত ব্যক্তিকে গাবতলী থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে র‍্যাব এর পুলিশ সুপার, মীর মনির হোসেন কোম্পানি কমান্ডার জানান, র‍্যাব এ ধরনের চাঞ্চলকর হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার অভিযান কার্যক্রম চলমান থাকবে, এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে। আইনশৃঙ্খলা বাহিনী এ ধরনের তৎপরতা বাংলাদেশকে একটি অপরাধ মুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে পারবে বলে দীর্ঘ বিশ্বাস করেন তিনি ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by: BD IT HOST