বগুড়া মাটিডালি ও অটোরিক্সার মুখমুখি সংঘর্ষ নিহত – ২
মো: জাহিদ হাসান / বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়ায় বাসের সাথে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্হলে একজন ও হাসপাতালে একজন নিহত ও একজন আহত হয়েছেন
জানা যায়
রবিবার আনুমানিক রাত ১১টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কে ঠেঙ্গামারা এলাকায় এ দূর্ঘটনা ঘটে। অটোরিক্সাটি সি এনজি চালিত হওয়ায় হঠাৎ দূর্ঘটনাকবলিত বাসে আগুন লাগে , এবং বাসে আগুন লাগার পর ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায়
নিহতরা হলেন- সদর উপজেলার আশোকোলা এলাকার বেলাল হোসেনের ছেলে আরিফ রহমান এবং সিএনজি চালক বাঘোপাড়া দক্ষিণপাড়ার ওয়াজেদ আলীর ছেলে বাপ্পি হোসেন
পুলিশ জানায়, সিএনজিচালিত অটোরিকশা মহাস্থানের উদ্দেশ্যে রওনা দেয় পথিমধ্যে ঢাকাগামী শ্যামলী পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আরিফ নামে এক যুবকের মৃত্যু হয়৷ এসময় আহত দুইজনকে উদ্ধার করে টিএমএসএস হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সিএনজি চালক বাপ্পি মারা যান।
বাসের চালক ও সহকারী পালিয়ে যাওয়ায় তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন পুলিশ মামলা প্রক্রিয়াধীন