বাকলিয়া আগুনে পুড়ে সর্বস্ব হারিয়ে পথে নেমেছে ৪০টি পরিবার
কামরুল ইসলাম
চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার রাজাখালীর তুলাতুলিতে বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৪০টি কাঁচা ঘর পুড়ে সর্বস্ব হারিয়ে পথে নেমেছে । সোমবার (১ মে) সকাল সোয়া ১০টায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, আগুন লেগে প্রায় ৪০টি কাঁচাঘর পুড়ে গেছে। চাক্তাই খাল থেকে পানি তুলে আগুন নিয়ন্ত্রণে কাজ করা হয়েছে। পরে ফায়ার সার্ভিসকে জানানো হলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, সকাল ১০টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে লামার বাজার থেকে ২টি ও নন্দনকানন থেকে ২টি মোট ৪টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও অগ্নিকাণ্ডের সূত্রপাত তদন্ত সাপেক্ষে জানানো হবে বলেও জানানো হয়।