বোয়ালখালী সার্বজনীন শালবন বৌদ্ধ বিহারে শুভ দানোত্তম কঠিন চীবর দান উদযাপন
বিজয় বড়ুয়া (দীঘিনালা প্রতিনিধি)
বৌদ্ধ ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শুভ দানোত্তম কঠিন চীবর দান উপলক্ষে বৃহস্পতিবার বোয়ালখালী সার্বজনীন শালবন বৌদ্ধ বিহারে ২৮তম শুভ দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়। এইদিন সকাল বেলায় বুদ্ধ পূজা, সীবলী পূজা, নানাবিধ পূজা সহ জাতীয় পতাকা, বুদ্ধ পতাকা ও বিহারের পতাকা উত্তোলন করা হয়। এরপর সকালের পূজা শেষে আমন্ত্রিত সকল ভিক্ষু সংঘ ও পূর্ণাথীদের জন্য খাবারের আয়োজন করা হয়। তারপর দুপুর ১টা ৩০ মিনিটে দীঘিনালা উপজেলার উপজেলা চেয়ারম্যান জনাব আলহাজ্ব মো: কশেম, উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মুহাম্মদ আরাফাতুল আলম, উপজেলা কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ আবুল হাসনাত ও উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান সহ উপস্থিত সকলকে অথিতি আপ্যায়ন করা হয়। এরপর দুপুর ২টায় সকল পাড়া থেকে বুদ্ধ প্রতিবিম্ব, চীবর, কল্পতরু ও নানান দানীয় বস্তু সকলে বিহারে নিয়ে আসেন। ২টা ২০ মিনিটে ভিক্ষু সংঘ আসন গ্রহণ করেন। তারপর ভিক্ষু সংঘ ও অতিথিবৃন্ধদের কে ক্রেস্ট দেওয়ার কিছুক্ষণ পর শালবন বৌদ্ধ বিহারের সাধারণ সম্পাদক ও দৈনিক প্রথম আলোর সাংবাদিক প্রয়াত পলাশ বড়ুয়া’র মরণোত্তর স্মৃতি স্মারক ও ১ মিনিট নিরবতা পালন করা হয়। এরপর উদ্বোধনী সংগীত ও পূজনীয় ভিক্ষু সংঘ সহ আমন্ত্রিত অতিথিদের পুষ্পাঞ্জলি ও ভক্তিপূর্ণ বন্দনা পাঠ করেন। উক্ত মহতি পূণ্যানুষ্ঠানে সভাপতিত্ব করেন ভদন্ত বিশুদ্ধনন্দ মহাথের মহোদয়, প্রধান ধর্মদেশক হিসেবে ধর্মদেশনা করেন ভদন্ত চন্দ্রকীর্তি মহাস্থবির মহোদয় ও বিশেষ ধর্মদেশক হিসেবে ধর্মদেশনা করেন ভদন্ত লোকমিত্র থের মহোদয়। তারপর বিকাল ৪টা ৩৩ মিনিটে ভিক্ষুর নিকট সকলে চীবর ও সকল দানীয় বস্তু উৎসর্গ করার পর ৪টা ৩৭ মিনিটে শালবন বৌদ্ধ বিহারে এ বছরের শুভ দানোত্তম কঠিন চীবর দানের অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।