মনোহরদীতে যুবলীগ নেতাকে কুপিয়ে যখম
স্টাফ রিপোর্টার। মহসিন রহমান ,
নরসিংদী জেলা মনোহরদী উপজেলা ।দৌলতপুর ইউনিয়নের আওয়ামীলীকের নেতার উপর মঙ্গলবার রাত সন্ত্রাসী হামলা হয়।ওনি ছিলেন দৌলতপুর ইউনিয়নের ৫ ন্ঃ ওয়ার্ডের যুবলীগের সভাপতি ।কাল রাত ৮ দিকে স্থানীয় বাজার গুলজার মার্কেট থেকে বাড়ি জায়ার পথে দৌলতপুর ঈদগা মাঠের পাশে কলা বাগানে আগে থেকে সন্ত্রাসীরা ওত পেতে থাকে । সন্ত্রাসীরা রাস্তার দুই পাশে গাছের সাথে রশি বেঁধে রাখে । যুবলীগ নেতা এসে মোটরসাইকেল থেকে রাস্তার পাশে ছিটকে পড়ে যায় তখন সন্ত্রাসী হৃদয় ও তার দল বল নিয়ে এলোপাতাড়ি দাড়ালো দেশীয় অস্ত্র দিয়ে কোপাতে থাকে । এক পর্যায়ে সন্ত্রাসীরা ভাবে যুবলীগ নেতা আলাউদ্দিন মারা গেছেন । আলাউদ্দিন ৪৫ পিতা মৃত মফিজ উদ্দিন। তখন এলাকাবাসী টের পেয়ে তাকে ঘটনা স্থল থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মনোহরদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেসে ভর্তি করা হয় । তবে ওনার অবস্থা মারাত্মক হওয়ায় ওনাকে রেফার করা হয়। ঢাকা শ্যামলী পঙ্গু হাসপাতালে। এলাকার লোকজন আত্মীয়-স্বজন থানায় অভিযোগ করলে তাৎক্ষণিক অভিযান চালিয়ে সন্ত্রাসী হৃদয় পিতা ফিরোজ মিয়া । দৌলতপুর কোচেরচর নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে । এই ঘটনা কে কেন্দ্র করে এলাকায় চাপা উওেজনা বিরাজ করছে