ময়মনসিংহের ফুলপুরে জনপ্রিয়তার শীর্ষে কমিশনার তোফাজ্জল হোসেন

জুয়েল রানা
(ময়মনসিংহ ফুলপুর)

ময়মনসিংহের ফুলপুর পৌরসভা পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে গরিব অসহায়ের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন ফুলপুর পৌরসভা ৬ নং ওয়ার্ডের জনপ্রিয় দুই দুই বারের সফল কাউন্সিলর তোফাজ্জল হোসেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরিব অসহায় মানুষের জন্য ঈদ সামগ্রীতে রয়েছে চিনি সেমাই ডাল চাউল এবং অন্যান্য সামগ্রী প্রতি ওয়ার্ডের প্রতি কার্ডে বরাদ্দ রয়েছে সামান্য অল্প কিছু কার্ড তাতে অনেক অনেক অসহায় গরিব তাদের জন্য বরাদ্দ পায়নি বলে জানান। জনপ্রিয় কমিশনার নিজস্ব অর্থায়নে থেকে প্রায় আরও দুই শত অসহায় গরিবদের মুখে হাসি ফোটানোর জন্য নিজের অর্থায়নের মাধ্যমে তাদেরকে আরো কিছু ঈদ সমগ্রী বিতরণ করে কমিশনার তোফাজ্জল হোসেন। কমিশনার বলেন গরিবের মুখে হাসি ফুটলে আমার ঈদ আনন্দ তিনি প্রত্যেকের ঘরে ঘরে যারা অসহায় দরিদ্র রয়েছে যাদের সামগ্রিক কিনার মতো কোনো সামর্থন নেই।কমিশনার নিজ অর্থায়ন খরচ করে বিতরণ করেছে এসব সামগ্রী অসহায় গরিবদের মাঝে।তারা বলেন আমরা খুবই আনন্দিত এমন একজন কমিশনার পেয়ে। তারা এসব সামগ্রী পেয়ে ওরা আরো বলেন বারবার আমাদের এরকম কমিশনার ওই দরকার আমরা অসহায় বলে আমাদের প্রতিনিয়ত আমাদের খবর নিচ্ছে ঈদ ছাড়াও আমাদেরকে পাশে থেকে সবসময় খোঁজ-খবর নিয়ে থাকে কে কোন হালতে চলছে এমন কমিশনার আমাদের বারবার দরকার। আমরা কোন কিছুর জন্য তার কাছে গেলে কোন কিছুতেই সে আমাদেরকে নিরাস করে না নিজের অর্থ খরচ করে হলেও আমাদের পাশে দাঁড়ায় সব সময় আমরা চাই এমনই একজন জনপ্রতিনিধিরা আমাদের এই দরকার

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *