“ময়মনসিংহ বিভাগের ৪০ টি সেতু ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী
জুয়েল রানা বিশেষ প্রতিনিধি ময়মনসিংহ ফুলপুর
১৯ শে অক্টোবর ২০২৩ বৃহস্পতিবার ময়মনসিংহ বিভাগের আওতায় সড়ক ও জনপথ অধিদপ্তর কর্তৃক নবনির্মিত ৪০ টি সেতু ও ব্রহ্মপুত্র নদের উপর ভয়ে যাওয়া নির্মিতব্য কেওয়াটখালি সেতু ও রহমতপুর সেতু নির্মাণ কাজ ভিডিও ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি’র) উদ্যোগে বাস ডিপো ও নবনির্মিত প্রশিক্ষণ কেন্দ্রও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
প্রধানমন্ত্রী ১৯শে অক্টোবর (বৃহস্পতিবার) বেলা ১২:টায়
সড়ক ভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাড়া দেশব্যাপী ১৫০টি সেতু, ১৪টি ওভারপাস ও নবনির্মিত অন্যান্য অবকাঠামোগত উন্নয়ন মূলক উদ্বোধন করেন । এবং সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ১৬২ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন । এছাড়া ময়মনসিংহ জেলায় নির্মাণ কাজের উদ্বোধনযোগ্য সেতুর তালিকায় রহমতপুর সেতু ও কেওয়াটখালি সেতু রয়েছে ।
উদ্বোধনকালে প্রধানমন্ত্রীর সাথে মত বিনিময় সভায় ময়মনসিংহ প্রান্ত হতে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ এর ফুলপুর তারাকান্দা আসনের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি মহোদয়, এবং সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি, এবং মসিক মেয়র ইকরামুল হক টিটু , ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন আসনের সংসদ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন , এবং বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া, রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজার রহমান, সড়ক ও জনপদ অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ শওকত আলী, বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের রাজনৈতিক ব্যক্তিবর্গ, মুক্তিযোদ্ধাগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।