মোঃ আব্দুল হাকিম সরকারি ছাঈদ আলতাফুন্নেছা কলেজের অধ্যক্ষের (ভারপ্রাপ্ত) দায়িত্ব পেলেন
মোঃ সামিউল হক সায়িম, স্টাফ রিপোর্টার:
জয়পুরহাট জেলাধীন ক্ষেতলাল উপজেলায় অবস্থিত সরকারি ছাঈদ আলতাফুন্নেছা কলেজে ৩০ অক্টোবর, সোমবার সদ্য বিদায়ী অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ সহিদুল ইসলাম চাকরিজনিত বিদায় লগ্নে কলেজের যাবতীয় দায়িত্ব রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোঃ আব্দুল হাকিমের নিটক হস্তান্তর করে গেছেন।
৩১ অক্টোবর, মঙ্গলবার হতে সরকারি ছাঈদ আলতাফুন্নেছা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালন করছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক মোঃ আব্দুল হাকিম।