রাঙ্গাবালীতে দুইদিন পরে ট্রলারডুবি র মরা দেওয়া উদ্ধার
মোঃজাহাঙ্গীর হোসেন
রাঙ্গাবালি (পটুয়াখালী) প্রতিনিধী।
পটুয়াখালীর রাঙ্গাবালীর বুড়া গৌরাঙ্গ নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজের দুই দিন পর সত্য হালদার(৪০) নামের একজনের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার বিকেল চারটার দিকে চর বাংলা সংলগ্ন বুড়াগৌরাঙ্গ নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সত্য হালদার গলাচিপা উপজেলার উত্তর চরখালী গ্রামের শুভাষ হালদারের ছেলে। তিনি বন্ধু পরিবহন নামের ডুবে যাওয়া ট্রলারটির একাংশ মালিক ছিলেন।
জানাগেছে, রোববার বিকেলে চর বাংলা সংলগ্ন বুড়াগৌরাঙ্গ নদীতে একটি মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পায় জেলেরা। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা গিয়ে নিহতের স্বজনদের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করে। পরে মরদেহটি গলাচিপা থানায় নেয়া হয়।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন জানান, মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।