রাঙ্গাবালী নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবেএক শিশুর মৃত্যু
মোঃজাহাঙ্গীর হোসেন
রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের মধ্য চরমোন্তাজ গ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে মোঃ আব্দুলা (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার দুপুর ১টায় এ ঘটনা ঘটে। আব্দুল গলাচিপা উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কল্যায়ন কলস গ্রামের মোঃ শাহিন হাওলাদারের ছেলে ।
স্থানীয়রা জানান, বেড়াতে এসে সোমবার দুপুরে শিশু আব্দুলা নানার বাড়ির একটি পুকুরের পাশে খেলছিল। তাকে না পেয়ে মা লিজা খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে পুকুর থেকে তাকে উদ্ধার করে স্বজনেরা।
পরে তাৎক্ষণিক স্থানীয় বাজারে পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চরমোন্তাজ পুলিশ তদন্তের এস আই রাতুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটির পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।