রাণীশংকৈলে আবারো পুকুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

।। মোঃ আব্দুল জব্বার (ঠাকুরগাঁও)প্রতিনিধি।।

ঠাকুরগাঁও জেলা রাণীশংকৈল উপজেলার ৩ নং হোসেন গাঁও ইউনিয়নের চোরলপাড়া গ্রামডাঙ্গী গ্রামে ১৯/৪/২০২৩ ইং তারিখে বেলা ৩ ঘটিকার সময় মোঃ সালমান ফারসি নামে আড়াই বছরের শিশু পুকুরে পড়ে মৃত্যু হয়েছে। সরজমিনে গিয়ে জানা যায় মৃত শিশু মোঃ জাহিরুল ইসলাম এর সন্তান তার বাড়ি হরিপুর উপজেলার বটতলী গ্রামে । মৃত শিশুর বাবা দীর্ঘদিন ধরে ঢাকায় চাকরি করে। তারই পরিপ্রেক্ষিতে মৃত শিশু মা দীর্ঘদিন ধরে তার পিত্রলয়ে বসবাস করে।আজ দুপুরে তার মা সংসারের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকায় তার পাশে তার একমাত্র শিশুকে দেখতে না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করে। আশেপাশের বাড়িতে অনেক খোঁজাখুঁজি করার পর তাকে না পেয়ে তাদের বাড়ির পূর্ব পাশে সংলগ্ন পুকুর খুঁজতে গিয়ে হঠাৎ দেখা পায় তার শিশু পানিতে ভাসছে । শিশুকে পানিতে ভাসতে দেখে তার মা চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলে। তা চিৎকারে আশেপাশের লোকজন আসিয়া শিশুটিকে পুকুর থেকে উদ্ধার করে। শিশুটিকে উদ্ধার করার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায় হাসপাতালের কর্তব্যরত ডাক্তার শিশুটিকে মৃত্যু ঘোষণা করে। এই বিষয়ে রাণীশংকৈল থানার অফিসার্স ইনচার্জ জানান এই বিষয়ে আমরা কিছুই জানি না।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *