রাণীশংকৈলে উপজেলা চেয়ারম্যানের উদ্যোগ ইফতার পার্টি
।। মোঃ আব্দুল জব্বার (ঠাকুরগাঁও) প্রতিনিধি।।
ঠাকুরগাঁও জেলা রাণীশংকৈল উপজেলায় আজ ২৫ শে রমজান উপলক্ষে উপজেলা চেয়ারম্যান মোঃ শাহরিয়ার আজম মুন্নার উদ্যোগে এক ইফতার পার্টির আয়োজন করা হয়। আজকের ইফতার পার্টিতে গিয়ে জানা যায় উপজেলা চেয়ারম্যানের উদ্যোগে প্রতিটি ইউনিয়নে একদিন একদিন করে ইফতার করানো হচ্ছে। আজকের ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন ৩ নং হোসেন গাঁও ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মতিউর রহমান (মতি),৮ নং ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুল বারী, আরো উপস্থিত ছিলেন রাণীসংকৈলের বিভিন্ন জায়গার থেকে আসা নেতাকর্মী, শিবদীঘী পৌর বাজারের অনেক ব্যবসায়ী বৃন্দ এবং প্রেসক্লাবের বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ। সবার উপস্থিতিতে হাফিজিয়া মাদ্রাসার হুজুর সকলের মঙ্গল কামনা করে দোয়া পাঠ করেন। দোয়া শেষে সবাই মিলে এক সাথে ইফতার করেন।