রানীশংকৈলে রাতের আঁধারে বাড়ি বাড়ি ঘুরে কম্বল দিলেন ইউএনও রকিবুল হাসান
মোঃ আব্দুল জব্বার স্টাফ রিপোর্টার:
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় রাতের আঁধারে বাড়ি বাড়ি ঘুরে কম্বল দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুল হাসান। রবিবার (১৩ জানুয়ারি) রাত ৭টার দিকে উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামে গ্রামে কম্বল বিতরণ করেন তিনি।এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব সামিয়েল মার্ডি । উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান প্রায় ১০০টি পরিবারের বাড়িতে গিয়ে নিজের হাতে কম্বল গায়ে জড়িয়ে দেন শীতার্তদের মাঝে। রাস্তার পাশে, প্রত্যন্ত গ্রামের প্রকৃত অসহায় ও শীতার্ত মানুষদের খুঁজে খুঁজে কম্বল দেন তিনি। কম্বল পেয়ে রুস্তম আলী নামে এক দৃষ্টিপ্রতিবন্ধী বলেন, ‘এই শীতে কেউ কোনো খোঁজ না দিলেও ইউএনও স্যার নিজে এসে কম্বল দিলেন। কম্বল পেয়ে আমি অনেক খুশি।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুল হাসান বলেন, এই কনকনে শীতে প্রতি রাতে ১০০টি পরিবারের দরজায় ঘুরে ঘুরে কম্বল বিতরণ করা হয়। আজ দিনের বেলায়ও কিছু কম্বল দেয়া হয়েছে। তিনি আরও বলেন, এই শীতে গরিব, দুঃখী মানুষ খুব অসহায়। সবার উচিত এসব অসহায়, দুস্থ ও দরিদ্রদের পাশে এসে দাঁড়ানো।