লোহাগাড়ায় ৪ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১
কামরুল ইসলাম চট্টগ্রাম
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া থেকে ৪ হাজার ইয়াবাসহ মো. ইসমাঈল (২৫) নামে এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৯ জুন) দুপুর ৩টার দিকে চট্টগ্রাম অভিমুখী যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. ইসমাঈল কক্সবাজার জেলার টেকনাফের নয়া পাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মো. ইসলামের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪ হাজার ইয়াবাসহ এক ইয়াবা কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।