লোহাগাড়া উপজেলায় উঠান বৈঠক করেছেন জনাব শরীফ উল্লাহ
কামরুল ইসলাম চট্টগ্রাম
শেখ হাসিনার বার্তা – নারী-পুরুষ সমতা।
এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চট্টগ্রামের
লোহাগাড়ায় বিশেষ উঠান বৈঠক উপজেলা নির্বাহী অফিসার জনাব শরীফ উল্লাহ মহোদয়ের সভাপতিত্বে ও আলহাজ্ব মোস্তফিজুর রহমান কলেজের শিক্ষক শিমু মহাজনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
১৫-ই জুন-২৩ বৃহস্পতিবার আলহাজ্ব মোস্তফিজুর
রহমান বিশ্ববিদ্যালয় কলেজ অডিটোরিয়ামে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় মহিলা সংস্থার তথ্য অফিসার জনাব ফেরদৌস আক্তার জেরিন এর সার্বিক তত্বাবধানে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে, মহিলার ক্ষমতায়ন প্রকল্পের আওতায়, তথ্য ও প্রযুক্তির ব্যবহারে ডিজিটাল বাংলাদেশ বির্নিমাণ শীর্ষক উঠান বৈঠকের আয়োজন করা হয়।উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আলোকিত মানুষ গড়ার কারিগর আলহাজ্ব মোস্তফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ একেএম ফজলুল হক, জেলা পরিষদ সদস্য ও স্থানীয় সাংসদের একান্ত সচিব জনাব এরফানুল করিম চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব এম ইব্রাহীম কবির চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব নুরুল ইসলাম,নারীনেত্রী জেসমিন আক্তার,কোহিনূর আকতার ও শিক্ষক স্বপ্না দেবীসহ বিভিন্ন জনপ্রতিনিধি ও শিক্ষাথীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, তথ্য হল সকল সেবা সমূহের পথ দেখানোর অন্যতম আলো, এ আলো ছাড়া যেমন চলা যায়না, তেমনি কোন সমস্যার সমাধানও করা যায়না।
তাই তথ্য সবার আগে প্রয়োজন।তথ্যসেবা গ্রহণের মাধ্যমে নারীর ক্ষমতায়ণ সম্ভব। এছাড়াও তিনি বাল্যবিবাহ,মাদক, নারী নির্যাতনের উপর আলোচনা করেন এবং বলেন এই বিষয় সমূহ প্রতিরোধ করার জন্য সবার প্রতি সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আহবান জানান।